নিউজ ডেস্কঃ শাহবাগ শহীদ মিনার এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় ২০ থেকে ২৫ জন ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে নয়টার দিকে শহীদ মিনার এলাকায় দুই গ্রুপে ধাওয়া পাল্টা ঘটনাটি ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার এর সত্যতা নিশ্চিত করে জানান। ছাত্রদলের একটা গ্রুপ ঢাকা মেডিক্যাল সংলগ্ন ইমারজেন্সি রাস্তায় যে একটি মিছিল বের করে শহীদ মিনারের দিকে আসতে থাকে তখন ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান সংঘর্ষের ঘটনায় ২০ থেকে ২৫ জনের মত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তবে এদের মধ্যে কেউ গুরুতর নয়। এই সংখ্যা দুই একজন জন আরও বাড়তে পারে। এদিকে একটি সূত্র জানান, শাহবাগ হাইকোর্ট মাজার সংলগ্ন রাস্তায় এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।