নিউজ ডেস্কঃ গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) রেলওয়ে কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, জয়দেবপুরে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল দোকানপাট-ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। এক পর্যায়ে রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে ফলের দোকান, চায়ের দোকান, ঘরবাড়িসহ শতাধিক অবৈধ স্থাপনা এক্সেভেটর (ভেকু) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।