News71.com
 Bangladesh
 26 May 22, 10:42 AM
 1308           
 0
 26 May 22, 10:42 AM

সিংগাইরে সিটি হাসপাতাল সিলগালা।।৯ জনের জেল

সিংগাইরে সিটি হাসপাতাল সিলগালা।।৯ জনের জেল

নিউজ ডেস্কঃ প্রসূতির মৃত্যুর ঘটনায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিকের স্ত্রী ও কর্মীসহ নয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপন দেবনাথের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিয়া অর্ণব হাসপাতালটি সিলগালা করে অপরাধীদের দণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- হাসপাতালটির সিকিউরিটি গার্ড হামিদুর রহমান ও আব্দুল করিম, হাসপাতালের মার্কেটিং বিভাগের পারভীন আক্তার, ফাতেমা আক্তার, সুমি আক্তার, শিল্পী আক্তার এবং প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলাম স্বপনের স্ত্রী তানিয়া।

জানা যায়, গত রোববার (২২ মে) ওই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেন উপজেলার সায়েস্তা ইউনিয়নের টাকিমারা গ্রামের মুখলেছ মিয়ার স্ত্রী সাবিনা। এর কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে সাবিনার মৃত্যু হয়। তার সিজারিয়ান অপারেশন করেন ডা. ইমা বিনতে ইউনুছ। মৃত্যুর কথা গোপন করে অ্যাম্বুলেন্স ডেকে সাবিনাকে ঢাকায় পাঠানো হয়। পরে স্বজনরা তার মৃত্যু হয়েছেন বলে বুঝতে পারেন। এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ তোলেন স্বজনরা। তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. ফারহানা নবিকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠিত হয়।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন