নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা হামলা ও রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের (হুজি-বি) প্রতিষ্ঠাতা আমীর মুফতি আব্দুল হাইকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (২৫ মে) ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার মুফতি আব্দুল হাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা হামলা ও রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়াও তিনি একাধিক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হুজি'বির প্রতিষ্ঠাতা আমীর। তিনি দীর্ঘদিন পলাতক থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।