News71.com
 Bangladesh
 26 May 22, 06:18 PM
 948           
 0
 26 May 22, 06:18 PM

আইএসও সনদ পেল বিজ্ঞান জাদুঘর।।

আইএসও সনদ পেল বিজ্ঞান জাদুঘর।।

নিউজ ডেস্কঃ  অফিস ব্যবস্থাপনায় উৎকর্ষতা, দর্শক সেবায় অসাধারণ সাফল্য, দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান অনুরাগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী চিন্তা সৃজনে অসাধারণ প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আইএসও সনদ অর্জন করেছে। 

বৃহস্পতিবার (২৬ মে) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান কর্তৃক আইএসও সনদ সংস্থার মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও অধীনস্থ সংস্থাসমূহের প্রধানরা উপস্থিত ছিলেন।  এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, প্রশাসনিক ব্যবস্থাপনায় এবং জনসেবায় আমরা সর্বোচ্চ দক্ষতা, জবাবদিহিতা ও শুদ্ধতা প্রতিষ্ঠায় কঠোরভাবে দৃঢ় প্রতিজ্ঞ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন