News71.com
 Bangladesh
 26 May 22, 06:52 PM
 1036           
 0
 26 May 22, 06:52 PM

ঢাকায় পর্তুগালের দূতাবাস খোলার অনুরোধ।।

ঢাকায় পর্তুগালের দূতাবাস খোলার অনুরোধ।।

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম লিসবনে পর্তুগাল পার্লামেন্টে অ্যাসেম্বলি অব পর্তুগালের ভাইস প্রেসিডেন্ট আদাও জোসে ফনসেকা সিলভার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠককালে ভাইস প্রেসিডেন্ট পর্তুগালে বাংলাদেশি প্রবাসীদের অবদান ও দুদেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় জনগণের সম্পর্কের কথা স্বীকার করেন। বৃহস্পতিবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বৈঠকে পর্তুগিজ বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য করতে প্রতিমন্ত্রী তাকে ঢাকায় একটি দূতাবাস খুলতে পর্তুগাল সরকারকে উৎসাহিত করার জন্য বা নয়াদিল্লিতে পর্তুগিজ দূতাবাস থেকে ঢাকায় পর্যায়ক্রমিক কনস্যুলার সেবা দেওয়ার আহ্বান জানান। প্রস্তাবটির স্বাগত জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট। বৈঠকে প্রতিমন্ত্রী অদূর ভবিষ্যতে দুদেশের সংসদের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদানের জন্য একটি ফোরাম হিসেবে একটি আন্তঃসংসদ মৈত্রী গ্রুপ গঠনের প্রস্তাব করেন। ভাইস প্রেসিডেন্ট প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন এবং এটি নিয়ে কাজ করতে সম্মত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন