নিউজ ডেস্কঃ নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার ঘটনার প্রতিবাদ জানাতে 'অহিংস অগ্নিযাত্রা' শিরোনামে 'যে যার খুশিমতো পোশাক' পরে হাজির হন ২০ তরুণ-তরুণীর একটি দল। শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারোসিন্দুর ট্রেন থেকে তাঁরা নরসিংদী রেলওয়ে স্টেশনে নামেন। দলটির অন্তত ১৫ জন তরুণীর পরনে ছিল জিন্স ও টি-শার্ট।
তাঁদের বলে, গত ১৮ মে নরসিংদী রেলওয়ে স্টেশনে একজন তরুণী পোশাকের কারণে কুৎসিত আক্রমণ ও সহিংসতার শিকার হন।
আমরা তাঁর পাশে দাঁড়াতে চেয়েছি, তাঁর সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিক্রিয়া হিসেবে আমরা ২০ জন তরুণ-তরুণী এ স্টেশনে এলাম। আমরা এটাকে প্রতিবাদ হিসেবে দেখছি। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবাদে অংশ নেওয়া ১৭ জন তরুণী ও তিনজন তরুণ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। অংশগ্রহণকারীরা অগ্নি ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি সংগঠনের নারীবাদী গ্রাসরুটস অরগানাইজিং প্ল্যাটফর্ম 'মেয়ে নেটওয়ার্ক' এ যুক্ত। একটি স্টোরিটেলিং প্রকল্প হিসেবে তাঁরা পিতৃতন্ত্রে নারীর আগুনে মোড়ানো পথের গল্পগুলো তুলে আনেন। ঢাকা-নরসিংদী যাত্রা এরই একটা অংশ। এই প্রতিবাদ কর্মসূচির সংগঠক ছিলেন অগ্নি ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি তৃষিয়া নাশতারান।