News71.com
 Bangladesh
 27 May 22, 07:52 PM
 1292           
 0
 27 May 22, 07:52 PM

ইচ্ছেমতো পোশাক' পরে নরসিংদী রেল স্টেশনে প্রতিবাদ।।

ইচ্ছেমতো পোশাক' পরে নরসিংদী রেল স্টেশনে প্রতিবাদ।।

নিউজ ডেস্কঃ  নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার ঘটনার প্রতিবাদ জানাতে 'অহিংস অগ্নিযাত্রা' শিরোনামে 'যে যার খুশিমতো পোশাক' পরে হাজির হন ২০ তরুণ-তরুণীর একটি দল। শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারোসিন্দুর ট্রেন থেকে তাঁরা নরসিংদী রেলওয়ে স্টেশনে নামেন। দলটির অন্তত ১৫ জন তরুণীর পরনে ছিল জিন্স ও টি-শার্ট।

তাঁদের বলে, গত ১৮ মে নরসিংদী রেলওয়ে স্টেশনে একজন তরুণী পোশাকের কারণে কুৎসিত আক্রমণ ও সহিংসতার শিকার হন।
আমরা তাঁর পাশে দাঁড়াতে চেয়েছি, তাঁর সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিক্রিয়া হিসেবে আমরা ২০ জন তরুণ-তরুণী এ স্টেশনে এলাম। আমরা এটাকে প্রতিবাদ হিসেবে দেখছি। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবাদে অংশ নেওয়া ১৭ জন তরুণী ও তিনজন তরুণ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। অংশগ্রহণকারীরা অগ্নি ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি সংগঠনের নারীবাদী গ্রাসরুটস অরগানাইজিং প্ল্যাটফর্ম 'মেয়ে নেটওয়ার্ক' এ যুক্ত। একটি স্টোরিটেলিং প্রকল্প হিসেবে তাঁরা পিতৃতন্ত্রে নারীর আগুনে মোড়ানো পথের গল্পগুলো তুলে আনেন। ঢাকা-নরসিংদী যাত্রা এরই একটা অংশ। এই প্রতিবাদ কর্মসূচির সংগঠক ছিলেন অগ্নি ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি তৃষিয়া নাশতারান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন