নিউজ ডেস্কঃ সরকার পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলের ঐক্যেই আগামীতে ‘বৃহত্তর গণআন্দোলন’ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একটা কথা আমি অনুরোধ করে বলতে চাই, যার যার অবস্থান থেকে আমাদের লড়াই করতে হবে, রাজনীতিকে উদ্ধার করতে হবে। অবশ্যই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একমত হয়েছেন এবং কাজ করছেন। আমরা বিশ্বাস করি যে একটা রূপ দিতে পারবো। একটা বৃহত্তর গণআন্দোলন এই সরকারের পতনের জন্য শুরু করতে পারবো। আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় বলে আসছি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। এটা আমাদের কাছে পরীক্ষিত। ওরাই বলেছিল, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের কথা। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা মেনে নিয়ে কেয়ারটেকার সরকারের বিধান সংবিধানে সংযোজন করেন। এরা (আওয়ামী লীগ) কতটা প্রতারক, কতটা মুনাফেক যে সেই জায়গা থেকে সরে নিজেদের স্বার্থে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। আজকে মানুষের ভোটাধিকার নেই, ভোট ব্যবস্থাই এখন নেই।