News71.com
 Bangladesh
 28 May 22, 10:02 AM
 949           
 0
 28 May 22, 10:02 AM

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত।।

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলা মৌচাক স্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এসময় ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা রাজশাহী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন