নিউজ ডেস্কঃ গণতি আসংহন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ক্ষমতা টিকিয়ে রাখতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। যখন রাজনৈতিকভাবে পায়ের তলায় মাটি থাকে না তখনই গায়ের জোর দেখাতে হয়।
শুক্রবার (২৭ মে) দলটির প্রথম নির্বাহী সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস সালামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগ তার অতীত গৌরবকে পদদলিত করে বর্তমানে সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে সাকি বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনজীবন যখন নাকাল, তখন মন্ত্রীরা সিন্ডিকিট নিয়ন্ত্রণে অপারগতা প্রকাশ করছেন। কারণ তারাই সিন্ডিকেটের ওপর বসে আছেন। তাদের ভুল নীতি ও লুটপাটে জনজীবন নাকাল হয়ে পড়েছে। সরকার ভয়ে আছে- কখন ক্ষুধার্ত মানুষ তাদের গদি ধরে টান দেয়।