নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ছয়টি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরিবার পরিকল্পনা বিভাগ। সোমবার (৩০ মে) বিকেলে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনিস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে আরেও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাবরিনা হক, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাক্তার সজিব রায়হানসহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সজিব রায়হান জানান, সোনারগাঁ উপজেলার বিভিন্ন হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনিষ্টিক কমপ্লেক্সে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোগরাপাড়া চৌরাস্তার গ্রীনলাইফ হাসপাতাল, মাল্টিকেয়ার, ইসলামী ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। এছাড়া সাদিপুরের নয়াপুর বাসস্ট্যান্ড এলাকার আল সাফা, আল ফাতাহ এবং বারদীর মর্ডান কমপ্লক্সে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সিলগালা করা হয়।