নিউজ ডেস্কঃ নরসিংদী রেলস্টেশনে আধুনিক পোশাকের অজুহাতে এক তরুণীকে হেনস্তার ঘটনার মূল হোতা মার্জিয়া আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন এ রায় দেন। এর আগে রোববার দিন গত রাত ৩টার দিকে শিবপুররের মুনছেপের চর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা যায়, স্টেশনে তরুণীকে লাঞ্ছনার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ ঘটনার মূলহোতা মার্জিয়া আক্তার ওরফে শিলা ওরফে শায়লা আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার মুনছেপের চর এলাকায় মার্জিয়ার খালার বাসায় অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তাকে আটক করা হয়। পরে তাকে বিকেলে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ভৈরব রেলওয়ে পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর জামান রুমেল জানায়, সন্ধ্যায় মার্জিয়াকে নরসিংদী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে সোপর্দ করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালতের বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।