News71.com
 Bangladesh
 31 May 22, 11:21 PM
 1172           
 0
 31 May 22, 11:21 PM

না.গঞ্জে অটোরিকশা চালাতে না দেওয়ায় সড়ক অবরোধ।।

না.গঞ্জে অটোরিকশা চালাতে না দেওয়ায় সড়ক অবরোধ।।

নিউজ ডেস্কঃ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী-চাষাঢ়া সড়কে অটোরিকশা চলাচল করতে না দেওয়ায় রাস্তা অবরোধ করে আন্দোলন করেছেন চালকরা। মঙ্গলবার (৩১ মে) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী-চাষাড়া সড়কে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। এতে করে সড়কে প্রায় ৪ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী চাকরিজীবীসহ বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা।

পরে বেলা ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৭টা থেকে সড়ক অবরোধ করায় প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এসময় তারা লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নেন এবং অগ্নিসংযোগ করেন। এতে করে গার্মেন্টস শ্রমিক, চাকরিজীবী, শিক্ষার্থীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। রুবেল মিয়া নামে আন্দোলনরত এক চালক বাংলানিউজকে জানান, তারা দীর্ঘদিন ধরে এ সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। গত কয়েকদিন যাবত র‍্যাব সদস্যরা তাদের প্রধান সড়কে অটোরিকশা চলাচল করতে দিচ্ছে না। প্রধান সড়কে চলাচল করতে না দিলে তারা পরিবার নিয়ে কীভাবে চলবেন?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন