নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে যুবককে হাত-পা বেঁধে মারধর করে গাড়ি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখা (ডিবি)। ডাকাতি হওয়া গাড়িটিও উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (ওসি) কামাল হোসেন।
এর আগে, শনিবার (২৮ মে) ঢাকা ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও তাদের দেওয়া তথ্যে রাজধানীর বনশ্রী এলাকা থেকে হায়েস মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-শ-০০-০৫৭৮) উদ্ধার করা হয়।
গত বছরের ১১ ডিসেম্বর আশুলিয়া থানা এলাকার মরাগাং ধৌড় ব্রিজ এলাকায় ওই ডাকাতির ঘটনা ঘটে। ওইদিন ভুক্তভোগী যুবক বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগী যুবকের নাম মো. মেহেদী হাসান পুলক। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাচারীপাড়া এলাকার মো. আবু বক্করের ছেলে।