News71.com
 Bangladesh
 06 Jun 22, 01:40 PM
 1272           
 0
 06 Jun 22, 01:40 PM

পুলিশের বাধায় ছত্রভঙ্গ শ্রমিকদের বিক্ষোভ।।

পুলিশের বাধায় ছত্রভঙ্গ শ্রমিকদের বিক্ষোভ।।

নিউজ ডেস্কঃ বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। তবে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। শ্রমিকদের দাবি, মালিক পক্ষ চলতি বছরে বেতন বাড়ানোর আশ্বাস দিলেও এখনও কার্যকরি কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে বেতন বাড়ানোর কথা বললেই নানা অজুহাতে চাকরিচ্যুত করা হয় শ্রমিকদের।

ভিশন কারখানার শ্রমিক আলমগীর  বলেন, দীর্ঘদিন ধরে বেতন ও ভাতা বাড়ানোর দাবি করছিলাম। মালিক পক্ষ আশ্বাস দিয়েছিল। কিন্তু এখনও বেতন বাড়ানোর কোনো পদক্ষেপ নেয়নি। বেতন বাড়ানোর কথা বললেই চাকরি নেই বলে কারখানা থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, এখন আমরা যে বেতন পাই তাতে আমাদের সংসার চলে না। এমনিতেই জিনিসপত্রের দাস অনেক বেড়ে গেছে। সোমবার (০৬ জুন) সকালে মিরপুর-২, ১০, ১৩, ১৪, পুলিশ স্টাফ কলেজের সামনের সড়ক ও কচুক্ষেত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এতে ওইসব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও যানবাহন চলাচল স্বাভাবকি করতে বিক্ষোভরত শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়ে ও তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন