নিউজ ডেস্কঃ সাভারের বলিয়াপুর এলাকায় দুটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষের ঘটনার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় ফারহানা নিপা (৩৫) নামের পরমাণু শক্তি কমিশনের আরেকজন বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় চার বৈজ্ঞানিক কর্মকর্তা ও দুই বাসচালকসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে সাভারের পরমাণু শক্তি কমিশনের প্রশাসন বিভাগের অ্যাসিস্ট্যান্ট অফিসার এসএম মাজেদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (৮ জুন) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ফারহানা নিপার মৃত্যু হয়। ফারহানা নিপা সাভারের পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ৩৫তম আবর্তনের সাবেক শিক্ষার্থী।