নিউজ ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় পতাকাবাহী বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) রাতে দুই সদস্যের এই কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হচ্ছেন— বিমানের প্রধান প্রকৌশলী কায়সার জামান এবং বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মেইন্টেনেন্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক (বর্তমানে এই পদে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন)। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও এ বিষয়ে বিস্তাতির কিছু বলতে চাননি তিনি। এর আগে বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের ৪ নম্বর বোর্ডিং গেটে বিমানের বোর্ডিং ব্রিজের সংযোগ না খুলেই বিমানটি পুশব্যাক শুরু করায় ড্রিমলাইনারের দরজা ক্ষতিগ্রস্ত হয়।