News71.com
 Bangladesh
 21 Jun 22, 05:07 PM
 1209           
 0
 21 Jun 22, 05:07 PM

মেঘলা থাকবে ঢাকার আকাশ।। হতে পারে বজ্রসহ বৃষ্টি

মেঘলা থাকবে ঢাকার আকাশ।। হতে পারে বজ্রসহ বৃষ্টি

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মঙ্গলবার (২১ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল থেকে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৭টা থেকে পরের ছয় ঘণ্টায় এ অবস্থা বিরাজ করবে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে অস্থায়ী দমকা হাওয়াসহ ২৫ কিলোমিটার পর্যন্ত এর বেগে বৃদ্ধি পেতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন