News71.com
 Bangladesh
 23 Jun 22, 10:59 AM
 1757           
 0
 23 Jun 22, 10:59 AM

পদ্মাসেতু উদ্বোধন।।চলাচলে ডিএমপির নির্দেশনা

পদ্মাসেতু উদ্বোধন।।চলাচলে ডিএমপির নির্দেশনা

নিউজ ডেস্কঃ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) মাওয়ায় সুধী সমাবেশে আমন্ত্রিত সম্মানিত অতিথিদের ঢাকা থেকে মাওয়া চলাচলে রুট ব্যবহারে বেশকিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২২ জুন) ডিএমপি এসব নির্দেশনার কথা জানায়। একইসঙ্গে অনুষ্ঠান স্থলে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা দিতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনাগুলো হচ্ছে-
১. ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকা থেকে আগত আমন্ত্রিত অতিথিদের গমনাগমন রুট:
ঢাকা মেডিক্যাল কলেজ সংলগ্ন চাঁনখারপুল (নিমতলী) মেয়র হানিফ ফ্লাইওভারে প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।
২. জিরো পয়েন্ট (বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান) থেকে আগত আমন্ত্রিত অতিথিদের গমনাগমন রুট:
জিরো পয়েন্ট-গুলিস্তান আহাদ বক্স সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।
৩. মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক থেকে আগত আমন্ত্রিত সম্মানিত অতিথিদের গমনাগমন রুট:
মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক ক্রসিং হাটখোলা মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।
৪. কমলাপুর, টিটিপাড়া হতে থেকে আগত আমন্ত্রিত সম্মানিত অতিধিদের গমনাগমন রুট:
কমলাপুর, টিটিপাড়া ক্রসিং-গোলাপবাগ মোড়-ইনগেট সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন