নিউজ ডেস্কঃ রাজধানীতে পৃথক ঘটনায় গৃহকর্মীসহ ৩ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুন) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ। এর আগে বৃহস্পতিবার এ ঘটনাগুলো ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত আড়াইটার দিকে তাদেরকে মৃত ঘোষণা করেন। আর রিয়ার মরদেহ উদ্ধার করে সরাসরি ঢামেক মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃতরা হলেন- রামপুরা বনশ্রীর গৃহকর্মী সোনিয়া আক্তার (১৪), বংশাল নবাবকাটারা এলাকার আসমা বেগম (৪০) ও মুগদার ফারিয়া ওরফে রিয়া (১৭)। সোনিয়ার বাড়ি বরগুনা সদর উপজেলা উজেলায়। বর্তমানে রামপুরা বনশ্রীর সি ব্লকের একটি বাড়ির দ্বিতীয় তলার বাসায় কাজ করতো সে। এছাড়া সোনিয়া বাড়িতেই থাকতো।
গৃহকর্তা নাজগীর আহমেদ জানান, মাত্র ২ মাস আগে সোনিয়ার বড়বোনই তাকে ওই বাসায় গৃহকর্মীর কাজের জন্য দিয়ে যান। বৃহস্পতিবার দিনগত রাতে সবাই বাসায় ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে গৃহকর্তা বারান্দায় গিয়ে দেখেন ব্যায়াম করার জন্য ঝুলানো রিং এর সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সোনিয়া। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ফরাজি হাসপাতালে নিয়ে যান তারা। পরে পুলিশে খবর দিলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে সে গলায় ফাঁস দিতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেননি গৃহকর্তা।