নিউজ ডেস্কঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার জনগণের জন্য উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর। উদ্বোধনের পর পদ্মার পাড়ে নেমেছে হাজারো মানুষের ঢল। নতুন ইতিহাসের সাক্ষী হতে কেউ পায়ে হেটে কেউবা মোটরসাইকেলে করে জড়ো হচ্ছেন সেতুর মাওয়া প্রান্তে। কমতি নেই আনন্দ-উচ্ছ্বাসের। এর মধ্যেই মাওয়া ঘাটের আশপাশের খাবার হোটেল-রেস্টুরেন্টগুলোয় দেখা দিয়েছে খাবার সংকট। তা ছাড়া রাখা হচ্ছে অতিরিক্ত মূল্য। এতে যেমন বেকায়দায় পড়েছেন সাধারণ জনগণ। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন খাবার প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীরা। শনিবার (২৫ জুন) দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
সরজমিনে গিয়ে দুপুরে ঘাটের অর্ধশতাধিক খাবারের দোকানের বেশ কয়েকটিকে খোলা দেখা গেছে। শুক্রবার (২৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। শনিবার দুপুরের পর কয়েকটি খাবার হোটেল খোলা হয়। মালিকরা বলেন, হোটেল খুলতেই মানুষের উপচে-পড়া ভিড় পড়ে। অনেক হোটেলে খাবারের আয়োজন না করতেই টেবিলে বসে পড়েন সেতু দর্শনার্থীরা। মালিক-কর্মচারীরা দ্রুত খাবারের ব্যবস্থা করলেও ঘণ্টা দেড়েকের মধ্যে সংকট দেখা দেয়। এতে করে শুধু ভাজা মাছ দিয়েই কাস্টমারদের খাবার পরিবেশন করতে হয়েছে।