নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে জিহাদ (১২) ও মোস্তফার ছেলে তানভীর (১১)। তারা দু’জনই লাউফুলা আনোয়ারা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার জানায়, সকালে বাড়ির পাশে ডোবায় মাছ ধরতে যায় জিহাদ ও তানভীর। তার পেশেই কিছুদিন আগে ফসলি জমিতে বেকু দিয়ে মাটি উত্তোলন করা হয়েছিল। মাছ ধরার সময় সেই গর্তে জমা পানিতে পড়ে শিশু দু’টির মৃত্যু হয়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে ওই গর্তের পানিতে ভাসমান অবস্থায় ওই দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। আলোকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।