নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৯ জন। শুক্রবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২৬ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৫৮টি। ডা. মশিউর রহমান জানান, সামনে যেহেতু হাট বসছে ঈদকে কেন্দ্র করে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। নয়তো আক্রান্তের সংখ্যা অনেক বাড়বে।