News71.com
 Bangladesh
 03 Jul 22, 10:32 AM
 1135           
 0
 03 Jul 22, 10:32 AM

কেরানীগঞ্জে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার।।

কেরানীগঞ্জে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, খিলগাঁও ও ভাটারা এলাকা থেকে মো. বেল্লাল হোসেন, দুলাল, স্বপন ওরফে দেলোয়ার, সোহেল রানা ও সবুজ নামে গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার (২ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বিষয়টি জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জের বিভিন্ন গরুর খামার ও গৃহস্থ পরিবার থেকে একটি সংঘবদ্ধ চক্র গরু চুরি করে আসছিল। চক্রটি গভীর রাতে কখনো একটি, কখনো দু’টি গরু টেনে কাভার্ডভ্যানে তুলে সুকৌশলে পালিয়ে যেত।

পরবর্তীতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ সংক্রান্ত ৩টি মামলা রুজু হলে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দারের নির্দেশে চক্রটি ধরার জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ব্যাপক তদন্ত শুরু করে। এসআই কাজী নাজমুস সাকিব, এসআই মো. জাকির হোসেন ও এসআই মো. আবুল হাসানের সমন্বয়ে গঠিত তদন্ত দলটি ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে দেখা যায় একই কাভার্ডভ্যান ব্যবহার করে সবগুলো চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে পুলিশ উক্ত কাভার্ডভ্যানের সূত্র ধরে গত ১ জুলাই ভোরে প্রথমে বেল্লাল হোসেনকে ঢাকার খিলক্ষেত এলাকা হতে গ্রেফতার করে। বেল্লালের দেওয়া তথ্য মতে দলের সর্দার দুলালকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করা হয়। দুলালের হেফাজত থেকে চোরাই কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এই দলের অন্যতম সক্রিয় সদস্য স্বপন  ওরফে দেলোয়ারকে ভাটারা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লেখিত চুরির ঘটনাগুলো স্বীকার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন