News71.com
 Bangladesh
 03 Jul 22, 06:27 PM
 1228           
 0
 03 Jul 22, 06:27 PM

রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩।। 

রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩।। 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শবনম ভেজিটেবল ওয়েল মিলস নামের একটি ফ্যাক্টরিতে চাঁদাবাজি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  রোববার (৩ জুলাই) ভোরে উপজেলার তারাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- তারাব এলাকার নৈমুদ্দিন মুন্সির ছেলে শহিদুল্লাহ, আব্দুল বারেকের ছেলে আকবর বাদশা, শহিদুল্লাহর ছেলে সাইফুল।

এর আগে, গত শুক্রবার (১ জুলাই) রাতে ভেজিটেবল ওয়েল মিলস কারখানাটির নিরাপত্তা কর্মকর্তা ফেরদৌস মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা এজাহার সূত্রে জানা যায়, শহিদুল্লাহ, আকবর বাদশা, সাইফুল, কুত্তা মাসুদসহ স্থানীয় কয়েকজন গত ৩০ জুন রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে কর্মকর্তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।  চাঁদা দিতে অস্বীকার করলে তারা কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। এ সময় ফ্যাক্টরির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এগিয়ে আসলে  অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন