News71.com
 Bangladesh
 03 Jul 22, 06:30 PM
 1448           
 0
 03 Jul 22, 06:30 PM

ছেলে-মেয়ে-নাতনিদের নিয়ে পদ্মা সেতু হয়ে বাড়ি যাবেন প্রধানমন্ত্রী।।  

ছেলে-মেয়ে-নাতনিদের নিয়ে পদ্মা সেতু হয়ে বাড়ি যাবেন প্রধানমন্ত্রী।।  

নিউজ ডেস্কঃ সোমবার পদ্মা সেতু হয়ে পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও আপামার জনসাধারণ উচ্ছ্বসিত ও উদ্বেলিত। এদিন সকাল ১১টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।  গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্লা বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন। সেই পদ্মা সেতু হয়ে এই প্রথম প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় আসছেন। এতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত ও উদ্বেলিত।

আগামীকাল টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী অভিনন্দন ও স্বাগত জানানো হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেছেন, সোমবার প্রধানমন্ত্রী একান্ত পারিবারিক সফরে টুঙ্গিপাড়ায় আসছেন। তিনি সড়ক পথে আসবেন। এখানে বেশ কিছু সময় পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন। প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম সড়ক পথে টুঙ্গিপাড়ায় আসছেন, এতে টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ উচ্ছ্বসিত। অধীর আগ্রহে তারা প্রধানমন্ত্রীর আগমনের প্রহর গুনছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন