নিউজ ডেস্কঃ রাজধানীর বনানী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যকটালিয়ন (র্যাব)। তার নাম আকবর হোসেন (২৪)। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল বিদেশি মদ, ২৪ ক্যান বিয়ার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। রোববার (৩ জুলাই) বিকালে র্যাব-৩ এর সহকারী পরিচালক (অপস্ ও ইন্ট শাখা) পুলিশ সুপার বীণা রানী দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বনানী থানাধীন ১৩/সি নং রোডের ই-ব্লকের ৯২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে আকবর হোসেনকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি ভোলা সদরে। এই র্যাব কর্মকর্তা জানান, পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ এবং গ্যারেজে থাকা প্রাইভেটকার তল্লাশি করে পেছনের ঢালা থেকে কাগজের কার্টুনে ৫০ বোতল বিদেশি মদ এবং গাড়ির মাঝখানে সিটের মধ্যে রাখা সাদা পলিব্যাগে ২৪ ক্যান বিয়ার অভিনব কায়দায় লুকানো অবস্থায় উদ্ধার করা হয়।