News71.com
 Bangladesh
 04 Jul 22, 10:00 AM
 1006           
 0
 04 Jul 22, 10:00 AM

মেঘনা শিল্পাঞ্চলে কারখানায় অগ্নিকাণ্ড।। নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

মেঘনা শিল্পাঞ্চলে কারখানায় অগ্নিকাণ্ড।। নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের টিপরদী এলাকায় মেঘনা শিল্পাঞ্চলের সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের একটি কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ও গজারিয়া ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৩টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য এখনই বলা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন