News71.com
 Bangladesh
 13 Jul 22, 12:39 PM
 1030           
 0
 13 Jul 22, 12:39 PM

মিঠামইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু।।

মিঠামইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম শরীফপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া উপজেলার গোপদিঘি ইউনিয়নের ইসলাম উদ্দিনের ছেলে।  স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম শরীফপুর গ্রামে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে বাবুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন