News71.com
 Bangladesh
 13 Jul 22, 10:29 PM
 825           
 0
 13 Jul 22, 10:29 PM

আবারও ১ প্রাণ কাড়লো উত্তর সিটির ময়লার গাড়ি ।।

আবারও ১ প্রাণ কাড়লো উত্তর সিটির ময়লার গাড়ি ।।

নিউজ ডেস্কঃ  রাজধানীর কাফরুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সাব্বির আহমেদ রকি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর কাফরুল স্টাফ কলেজের সামনে উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি মোটরসাইকেলে থাকা রকিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগে আছে।তিনি আরও জানান, যতটুক জানতে পেরেছি স্টাফ কলেজের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনায় রকি মারা যায়। ময়লার গাড়িটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন