নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে সজিব ভূইয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪) বিকেলে আশুলিয়ার শিমুলিয়ার কন্ডা ব্রিজ এলাকার বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। মারা যাওয়া সজিব ভূইয়া আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার মামুন ভূইয়ার ছেলে। সে ২০২২ সালের অর্কিট স্কুলের মাধ্যমিক (এসএসসি) পরিক্ষার্থী ছিলো।
সজিবের দাদা খোরশেদ আলম বলেন, দুপুরে সজিবসহ তার আরও পাঁচ বন্ধু মিলে কন্ডা এলাকায় গোসল করতো যায়। পরে সবাই পানিতে নামলে স্রোতে নিখোঁজ হয় সজিব। এসময় বাকি বন্ধুরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে কয়েক ঘণ্টা সন্ধান করার পর কন্ডা ব্রিজের পাশ থেকে সজিবের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।