News71.com
 Bangladesh
 16 Jul 22, 11:42 AM
 1318           
 0
 16 Jul 22, 11:42 AM

তিলকপুর রেলস্টেশনে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত।।

তিলকপুর রেলস্টেশনে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত।।

নিউজ ডেস্কঃ পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ জুলাই) ভোর ৫টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, সান্তাহার রেলস্টেশনে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ও চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ের এসব ট্রেনের যাত্রীরা। তাদের মধ্যে অনেকে বিকল্প পথে ঢাকায় রওনা হয়েছেন।

সকাল ৭টায় আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেনটির ছাঁদ ও বগিতে কোথাও ফাঁকা নেই। লাইন সচল হতে দেরি হওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বাসে করে বগুড়ায় চলে যাচ্ছিলেন। বিরামপুর উপজেলার বাসিন্দা রেজাউল করিম বলেন, ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। আজ সকালে কাজে যোগ দেওয়ার কথা ছিল। এমনিতেই নীলসাগর এক্সপ্রেস ট্রেন দেরিতে ছেড়েছে। তারপর আবার আরেকটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় নীলসাগর এক্সপ্রেস আক্কেলপুর রেলস্টেশনে দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছে। এ কারণে বিকল্প পথে ঢাকায় যাওয়ার জন্য রওনা দিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন