নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী ‘আলী নুর’ পরিবহনের তিন বাসের রেষারেষিতে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় সিএনজিতে থাকা আহত এক বছর বয়সী শিশু আতকিয়ার মৃত্যু হয়েছে। এছাড়া একই পরিবারের তিনজনসহ চারজন আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ শিশু আতকিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিকেল ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবোর বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আতকিয়ার টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার মো: রনির মেয়ে। এ ঘটনায় মো. রনি ও তার স্ত্রী নাছিমা বেগমসহ আরও দুজন আহত হয়েছেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, সন্ধ্যার দিকে শিশু আতকিয়ার ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়। নিহতের পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছি। এর মধ্যে ঢাকা মেডিক্যালে ভর্তি রয়েছেন দুজন ও পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন। এ ঘটনার পর দুটি বাসকে আটক করা হয়েছে। আরেকটি বাসকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।