News71.com
 Bangladesh
 18 Jul 22, 12:51 PM
 305           
 0
 18 Jul 22, 12:51 PM

খিলগাঁওয়ে ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত অটোরিকশাচালকের মৃত্যু।।

খিলগাঁওয়ে ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত অটোরিকশাচালকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ  রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট চত্বরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিএনজিচালিত অটোরিকশাচালক মামুন হাওলাদার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৮জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।  তিনি জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিএনজিচালক ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এর আগে রোববার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে খিলগাঁও তালতলা মার্কেটের চত্বরে এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার আহত অবস্থায় মামুন জানান, স্ত্রী মনোয়ারা ও  তিন সন্তান নিয়ে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। দুপুরে নিউমার্কেট থেকে কয়েক কার্টুন মালামালসহ একজন যাত্রীকে নিয়ে খিলগাঁও তালতলা মার্কেটে যায়। সেখানে যাত্রীকে নামিয়ে দিয়ে তালতলা মার্কেটের চত্বরে দাঁড়িয়ে চা সিগারেট খাচ্ছিলেন। এ সময় হঠাৎ এক যুবক এসে তার গলায় ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। পরে তার পেটে কয়েকটি ছুরিকাঘাত করে। এবং তার কাছে থাকা ১৫শ’ টাকা নিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন