News71.com
 Bangladesh
 25 Jul 22, 07:06 PM
 404           
 0
 25 Jul 22, 07:06 PM

স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে রনি।।

স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে রনি।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী মহিউদ্দিন রনি সোমবার বিকেলে ৬ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী কার্যালয়ে  স্মারকলিপি দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই মুহূর্তে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে আছেন। মহিউদ্দিন রনি এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাল যখন জাফরুল্লাহ স্যার স্টেশনে গেলেন, তখন তাকেও সেখানে ঢুকতে দেওয়া হয়নি। আমি মনে করি, এটি বাংলাদেশের মানুষের জন্য সর্বোচ্চ অপমান। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে গেটে আটকে রাখা।

রনি বলেন, এ ঘটনা থেকে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন তারা কতটা নির্দয়, দুর্নীতিগ্রস্ত। তো, তাদের কাছে আমার কোনো আশা নেই। তাই, অনেক আশা করে আজ এখানে এসেছি। আশার সুযোগ পেয়েছি, বাধাহীন। এর আগে, গতকাল দিনভর নাটকীয়তার মধ্যেই বিকেলে কমলাপুর স্টেশনে যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে সেখানে যোগ দেন গনঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নূরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন