News71.com
 Bangladesh
 28 Jul 22, 10:10 AM
 1087           
 0
 28 Jul 22, 10:10 AM

প্রতি ওয়ার্ডে খেলার মাঠ তৈরী আমাদের মূল লক্ষ্য।। তাপস

প্রতি ওয়ার্ডে খেলার মাঠ তৈরী আমাদের মূল লক্ষ্য।। তাপস

নিউজ ডেস্কঃ জমির অভাবে পর্যাপ্ত খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠায় সবচেয়ে বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (২৭ জুলাই) দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠে 'বাসাবো সবুজ বলয়'-এর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ মন্তব্য করেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, প্রতি ওয়ার্ডেই ন্যূনতম একটি খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠায় আমাদের মূল লক্ষ্য। কিন্তু আপনারা জানেন, খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠা ও নান্দনিক পরিবেশ সৃষ্টি করতে সবচেয়ে বড় অন্তরায় হলো আমাদের জমির অভাব। পর্যাপ্ত জমির সংস্থান করা। সবুজ বলয়ের বিভিন্ন সুযোগ সুবিধা উল্লেখ করে মেয়র বলেন, আমরা এই বলয়কে কেন্দ্র করে ফিফা'র মানদণ্ড অনুযায়ী যেমন ফুটবল খেলা ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আলাদা ব্যবস্থা রেখেছি, তেমনি এখানে দর্শকদের জন্য বসার জায়গা রাখা হয়েছে এবং ক্রিকেটের জন্য যেন নেট প্র্যাকটিস করতে পারে সে ব্যবস্থাও আমরা এখানে রেখেছি। তাছাড়া এখানে এসে শিশুরা যেন খেলতে পারে ও অন্য খেলার সঙ্গে তাদের যেন সংঘর্ষ না হয়, সেই ব্যবস্থাও আমরা আলাদাভাবে রেখেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন