News71.com
 Bangladesh
 30 Jul 22, 11:14 AM
 850           
 0
 30 Jul 22, 11:14 AM

মাদারীপুরের শিবচরে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ধ্বংস॥

মাদারীপুরের শিবচরে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ধ্বংস॥

নিউজ ডেস্কঃ মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।গতকাল শুক্রবার সারা দিনব্যাপী উপজেলার আড়িয়াল খাঁ নদে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলামের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমানের একটি টিম আড়িয়াল খাঁ নদের উৎরাইল এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়াইর, ভেসাল, বেড়া জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, অভিযান চালিয়ে ৪ হাজার ৭শ মিটার কারেন্ট জাল, ১ হাজার ৬শ মিটার বেড়জাল, ৫৪টি চায়না দুয়াইর ও ১টি ভেসাল জাল জব্দ করে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম বলেন,দেশীয় মাছ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন