News71.com
 Bangladesh
 16 Aug 22, 08:34 PM
 451           
 0
 16 Aug 22, 08:34 PM

যারা মারা গেছেন সবার জীবন মূল্যবান।। প্রধানমন্ত্রী

যারা মারা গেছেন সবার জীবন মূল্যবান।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ  রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডারের চাপায় একটি প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত হওয়ার ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মারা গেছেন সবার জীবন মূল্যবান। তিনি এ ঘটনা তদন্ত ও দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এমন কথা বলেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী উত্তরার ঘটনায় মর্মাহত ও কষ্ট পেয়েছেন এবং বলেছেন, এটা গ্রহণযোগ্য নয়। জীবনের অনেক মূল্য। ঠিকাদার-পিডি সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা মারা গেছেন সবার জীবন মূল্যবান। মন্ত্রী আরও বলেন বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্পের পরিচালক, ঠিকাদারের দায়িত্ব হলো এ ধরনের কাজ যথাযথভাবে করা। তারা নিরাপত্তা না নিয়ে কীভাবে এ ধরনের কাজ করতে পারে? সড়কপথ বন্ধ না করে তারা কীভাবে এ কাজ করল?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন