নিউজ ডেস্কঃ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভুল ইনজেকশন পুশ করায় সাভারের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু অভিযোগে উঠেছে। এমনকি মৃতদেহ ১১দিন লাইফ সাপোর্টে রেখে মৃত্যু সনদ ছাড়াই বুঝিয়ে দেওয়ার অভিযোগ করেছেন মৃত শিক্ষার্থীর স্বজনরা। ভুক্তভোগীর নাম সাজ্জাদ হোসেন শুভ (১৬)। শুক্রবার (২৬ আগস্ট) তার মরদেহ মানিকগঞ্জ জেলায় গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শনিবার (২৭ আগস্ট) বিকেলে এসব অভিযোগ করেন সাজ্জাদের চাচা মোনাজাত হোসেন। মৃত সাজ্জাদ হোসেন শুভ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মধ্য চারিগ্রামের শাহজাহানের ছেলে। সাভার ব্যাংক কলোনি এলাকায় পরিবারের সঙ্গে থেকে সে সাভার রেডিও কলোনি মডেল স্কুলে পড়াশোনা করছিল।
মোনাজাত হোসেন বলেন, জ্বর ও মাথা ব্যাথার কারণে গত ১৫ আগস্ট আমার ভাতিজা শুভকে সাভারের পপুলার হাসপাতালে দেখাই। সেখানে ডাক্তার জাকিরুল ইসলাম শুভকে দেখে কিছু টেষ্ট দিয়ে কু্র্মিটোলা জেনারেলের হাসপাতালে রেফার্ড করে দেন। আমরা সেদিনই রাত ৯টার দিকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করি। হাসপাতালটির ৫ম তলার পুরুষ ওয়ার্ডের ৩৮ নম্বর বেডে শুভর চিকিৎসা চলছিলো। সেখানে একদিন পর শুভ স্বাভাবিক হয়ে উঠেছিলো। সেই দিন একজন ডাক্তার ও নার্স এসে শুভকে ‘ভেনকিউরিনিয়াম বোমাইট বিপি’ নামের একটি ইনজেকশন পুশ করেন। এরপর রোগীর অবস্থা খরাপ হতে থাকে। পরে শুভর বাবা বিষয়টি বুঝতে পেরে ইনজেকশনটির মোড়কসহ ফাইলগুলো নিজের কাছে রাখলে ডাক্তার, নার্স ও সিকিউরিটি গার্ড তার কাছ থেকে ধস্তাধস্তি করে সব কিছু ছিনিয়ে নেয়। এসময় আমি গিয়ে আমার ভাতিজাকে দেখতে চাইলে তাকে আর দেখতে দেওয়া হয়নি।