নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নতির পথে উল্লেখ করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষতি করতে না পারে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
রোববার (২৮ আগস্ট) রাজধানীর পুরান ঢাকার কোতয়ালী থানার নয়াবাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নতির পথে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীদের হাত থেকে বাদ যায়নি পরিবারের ছোট ছেলে শেখ রাসেলও।