নিউজ ডেস্কঃ পরিবেশ ও পানিকে আমরাই দূষিত করছি। এ দূষণের ব্যর্থতা আমাদের এবং আমাদেরকেই সংশোধন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানি দূষণ রোধে জনগণের করণীয় ও গ্রিনম্যান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আআমস আরেফিন সিদ্দিক বলেন, শিশুদের ন্যায় পরিবেশের পরিচর্যা করতে হবে। যেটি করছে পরিবেশ আন্দোলন। বিদ্যা সহজ আর শিক্ষা কঠিন। শিক্ষা কঠিন হওয়ায় আমাদের আচরণের পরিবর্তন হচ্ছে না। আমরা প্রতিদিন শুনি কিন্তু মানি না। তিনি বলেন, যারা আজকে গ্রিনম্যান এওয়ার্ড পেয়েছে তাদেরকে অভিনন্দন। পানি দূষণরোধে সরকারের চেয়ে জনগণের দায়িত্ব বেশি। কারণ প্রজাতন্ত্রের মালিক জনগণ আর সরকার হলো সেবক। সুপেয় পানি প্রাপ্তিতে প্রত্যেকের দায়িত্ব আছে। আমরা সরকারের দায়িত্ব নিয়ে সমালোচনা করি কিন্তু আমি কি করেছি? এজন্য আত্ম-জিজ্ঞাসা করতে হবে।