News71.com
 Sports
 04 Sep 22, 09:50 PM
 473           
 0
 04 Sep 22, 09:50 PM

টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর ঘোষণা।।

টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর ঘোষণা।।

এশিয়া কাপের ব্যর্থতার পর শনিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ দল। আর দেশে ফিরেই বড় সিদ্ধান্ত নিলেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তিনি। রোববার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে বিষয়টি নিশ্চিত করেন মুশফিক। পোস্টে মুশি লেখেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব।

আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি-টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’ সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলে মুশফিকুর রহিমের জায়গা বেশ নড়বড়ে হয়ে পড়ে। হজ পালন শেষে দেশে ফিরে জিম্বাবুয়ে সফরে তাকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। এরপর এশিয়া কাপ দিয়ে আবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে দলে ফিরেছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন