News71.com
 Bangladesh
 28 Jul 23, 02:33 PM
 274           
 0
 28 Jul 23, 02:33 PM

রাজধানীতে বিএনপির সমাবেশ শুরু॥

রাজধানীতে বিএনপির সমাবেশ শুরু॥

নিউজ ডেস্কঃ শুরু হয়েছে বিএনপির সমাবেশ। নামাজের আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মীরা। মিছিলের স্রোত শুরু হয় আজ শুক্রবার সকাল ১০টা থেকে। বেলা ১১টার মধ্যে লোকে লোকারণ্য হয়ে যায় রাজধানীর কাকরাইল, শান্তিনগর, পল্টন মোড়। ফলে পুরানা পল্টন টু রামপুরা সড়কসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা কর্মীরা অনেকে মূল সড়কে অবস্থান নিতে না পেরে জড়ো হচ্ছেন অলিগলিতে। বিএনপির এসব মিছিলে কর্মীদের খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন বহন করতে দেখা গেছে।

 

মিছিলের স্লোগানে নেতা-কর্মীদের বলতে শোনা যাচ্ছে—‘শহীদ জিয়ার স্মরণে, ভয় করিনা মরণে’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’ সরকারবিরোধী স্লোগানের মধ্যে রয়েছে, ‘দফা এক-দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘শেখ হাসিনার গদিতে, আগুন জ্বালো একসাথে’। তবে সমাবেশকে ঘিরে যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য ডিএমপি থেকে ১০হাজার পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক র্যাব ও বিজিবি সদস্যদেরও টহলে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন