News71.com
 Bangladesh
 06 Jan 24, 08:42 PM
 270           
 0
 06 Jan 24, 08:42 PM

রাজধানীতে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতাকর্মীরা জড়িত, গ্রেপ্তার ৮ঃ ডিবিপ্রধান

রাজধানীতে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতাকর্মীরা জড়িত, গ্রেপ্তার ৮ঃ ডিবিপ্রধান

 

নিউজ ডেস্ক: রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নবী উল্লাহ নবীসহ দলটির কিছু নেতাকর্মী জড়িত বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। শুক্রবার রাতে অভিযানে নবীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। 

 

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবী (৬৬), ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মোহাম্মদ মনসুর আলম (৪২), কামরাঙ্গীরচর থানা যুবদলের ৫৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রাসেল এবং কবির (৪৪), দেলোয়ার (৪৪), ৫৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান (৩৮), কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন (৩৫) এবং লালবাগ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন (৪২)। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন