News71.com
 Bangladesh
 23 Jan 24, 11:30 AM
 274           
 0
 23 Jan 24, 11:30 AM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি॥ যুবক নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি॥ যুবক নিহত

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মিলন (৩৫) সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা একটার দিকে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় মোটরসাইকেলে করে মিলনসহ তিনজন ব্যক্তি স্থানীয় বাসিন্দা শাহজাহানকে দুটি রামদা দিয়ে হামলার চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেন। পরে ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ মিলনকে আটক করা হয়। অন্য দুজন পালিয়ে যান। গণপিটুনিতে মিলন গুরুতর আহত হন ও পরে সে মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন