নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামীকাল শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে ভারতের মাওলানা সাদ কান্ধলভিকে আনার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আজ বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ময়দান পরিদর্শন শেষে দ্বিতীয় ধাপের ইজতেমা আয়োজকদের মুরব্বিদের সঙ্গে কথা বলেন ফরিদুল হক খান। পরে জেলা প্রশাসকের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, ‘মাওলানা সাদ সাহেবকে আনার জন্য তাঁর পক্ষের লোকজন কাজ করছেন। সরকারের সঙ্গেও তাঁদের কথা চলছে। আমরাও আলোচনা করছি। সমঝোতার মাধ্যমে হয়তো তাঁকে ইজতেমায় আনা সম্ভব হতে পারে। আমরা সেই চেষ্টাটাই করছি।’ মাওলানা সাদের আসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো হ্যাঁ বা না নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘মাওলানা সাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো হ্যাঁ বা না নেই। তবে এটা করতে গেলে সরকারের কিছু বাধ্যবাধকতা আছে, কিছু নিয়ম আছে। সে নিয়মের মাঝেই সবকিছু করতে হয়।