News71.com
 Bangladesh
 23 Aug 24, 12:02 PM
 89           
 0
 23 Aug 24, 12:02 PM

পাইকগাছার দেলুটিতে পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত॥

পাইকগাছার দেলুটিতে পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত॥

অর্ঘ্য মল্লিকা, পাইকগাছাঃ পাইকগাছার উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় ২২নং পোল্ডারে পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার জল লোকালয়ে ঢুকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি। জানাগেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর বাওয়ালী বাড়ির দক্ষিন পাশের পূর্বের আম্ফানের ভাঙ্গনের দক্ষিনের প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার রাস্তা অতি জোয়ারের পানির চাপে ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকছে। ভাঙ্গনে গতকালই কালিনগর, হরিনখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। এর ফলে সদ্য রোপণকৃতধান ও বীজ তলাসহ বাড়িঘর তলিয়ে গিয়েছে। এলাকাবাসীর সহায়তায় স্থানীয়রা বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। এলাকাবাসী দ্রুত পানিউন্নয়ন বোর্ড সহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। জরুরী ভিত্তিতে বাঁধ মেরামত না করতে পারলে পুরো ২২ নং পোল্ডার প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন