News71.com
 Bangladesh
 26 Oct 24, 09:45 AM
 121           
 0
 26 Oct 24, 09:45 AM

বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ।।

বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ।।

 

নিউজ ডেস্কঃ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পেট্রাপোল বন্দর পরিদর্শন উপলক্ষে দুই দিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বেনাপোল বন্দরে উপ-পরিচালক মামুন কবির তরফদার। বন্দর সূত্রে জানা যায়, ভরতের পেট্রাপোল স্থলবন্দরের ব্যবস্থাপক কমলেশ বাবু বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি পাঠিয়েছেন। এর আগে অমিত শাহর পরিদর্শন উপলক্ষে ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। তবে ঘূর্ণিঝড় দানার কারণে সেই পরিদর্শন স্থগিত হওয়ায় সে সময় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি সচল ছিলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন