নিউজ ডেস্কঃ স্ত্রীর দায়ের করা মামলায় সাতক্ষীরার সহকারী জজ আদালতের (কালিগঞ্জ) বিচারক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার যশোরের আমলী আদালতের (কেশবপুর) বিচারক শাহিনুর রহমান গ্রেফতারের এ আদেশ দেন। সহকারী জজ হারুন অর রশীদের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামে। তার বিরুদ্ধে যৌতুক দাবি ও প্রতারণার অভিযোগে স্ত্রী জবা খাতুন চলতি বছরের ১৯ ও ২৩ মার্চ যশোরের আদালতে দু'টি মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করে জানান,মামলা দু'টি গ্রহণ করে আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু আজ বৃহস্পতিবার মামলার নির্ধারিত দিনে তিনি হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বাদী কেশবপুরের ভেরচি বুরুলিয়া গ্রামের জবা খাতুন জানান,চলতি বছরের ১২ ফেব্রুয়ারি হারুনের সাথে তার বিয়ে হয়। এরপর স্বামীর সাথে সাতক্ষীরার ভাড়াবাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিন পর জানতে পারেন হারুনের আগে আরও একটি স্ত্রী রয়েছে। এ বিষয়টি গোপন রেখে তাকে বিয়ে করায় এ নিয়ে প্রশ্ন তুললে উল্টো জবার বাবার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন হারুন। পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আদালতের শরণাপন্ন হন তিনি।