নিউজ ডেস্কঃ খুলনার ডুমুরিয়া উপজেলার একটি চায়ের দোকানে প্রেসার কুকারের ভেতরে থাকা বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আতঙ্ক তৈরির লক্ষ্যে এটি করা হয়েছে বলে দাবি পুলিশের। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোনা বান্দা এলাকায় এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজ শুক্রবার সকালে বলেন,জ্যোতিন্দ্র নাথ বিশ্বাসের চায়ের দোকানে এক যুবক চা পান করেন।
এ সময় ওই যুবক তার কাছে থাকা ব্যাগের মধ্যে একটি প্রেসার কুকার দোকানে রাখেন এবং পাশের দোকানে সিগারেট আনতে যান। কিছু সময় যেতে না যেতেই বিকট শব্দে প্রেসার কুকারের বিস্ফোরণ ঘটে। এ সময় চায়ের দোকানে বসে থাকা অন্যরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। ওসি জানান,আতঙ্ক তৈরি করার লক্ষ্যে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থায় ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রেসার কুকার রেখে যাওয়া যুবককে আটকের চেষ্টা করছে পুলিশ।